বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 20, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহানাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,জেলার নিজামুদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাব প্রীতম সাহা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।

এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আসাদুল হক, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ।