মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভাকে অবৈধ আখ্যা দিয়ে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের অপর একটি পক্ষ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আমাম হোসেন মিলু,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির খান, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন। সংবাদ সম্মেলনে সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, জেলা আওয়ামীলীগের তথাকথিত সভাপতি ও সাধারন সম্পাদক কার্যনির্বাহী কমিটির যে সভা করেছেন তার সাংগাঠনিক কোনো বৈধতা নেই। তারা বলেন, জেলা কমিটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও ওই কার্যনির্বাহী কমিটির সভাতে অংশ নেয় মাত্র ৯ জন সদস্য। সাংগাঠনিক বৈধতার ব্যাখা নিয়ে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, কার্যনির্বাহী কমিটির সভাতে কমপক্ষে এক তৃতিয়াংশ সদস্য উপস্থিত থাকতে হয়। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচনে অংশ নিয়েছে সেই সকল বিপথগামী সদস্যদের প্রশ্রয় না দেয়ায় তথাকথিত সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের বহিস্কারাদেশ বিষয়ে বাবলু বিশ্বাস বলেন, গঠনত্রন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ বহিস্কার করার ক্ষমতা রাখেন না। তবে যেহেতু অ্যাড. ইয়ারুল ইসলাম দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে নির্বাচন করেছেন সেই হিসেবে দলীয় মনোনয়ন পত্রের নিয়ামাবলী অনুযায়ী সে আপনাআপনি বহিস্কার হয়ে যায়। সে মতে অবৈধ কার্যকরী কমিটির সভা থেকে অ্যাড. ইয়ারুল ইসলামের বহিস্কারাদেশ প্রত্যাহার গঠনতন্ত্র মোতাবেক হয়না। তিনি বলেন, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্ষমতায় থাকাকালীন যে দূর্নীতি করেছেন তার প্রতিরোধ করায় বর্তমান সংসদ সদস্যর স্বজনদের বিরুদ্ধে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলন শেষে নেতারা বলেন, আমরা দ্রুত জেলা আওয়ামীলীগের কাউন্সিল চাই। কেন্দ্রীয় নির্দেশনাও পেয়েছি। সেই ধারায় ওয়ার্ড কাউন্সিল শুরু করা হয়েছে এবং তৃনমূলের ভোটে তারা জেলা আওয়ামীলীগের পদ হারাতে পারেন এই ভয়ে নানা ষড়যন্ত্র করে চলেছেন।