মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এমএ খালেককে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরের দিকে এম এ খালেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে তার গাংনীর বাসভবন থেকে আটক করে মেহেরপুর নেন। মেহেরপুর থানা পুলিশের একটি দল দুপুরের দিকে মেহেরপুর সদর থানা থেকে আদালতে নেওয়া হয়। এখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।