মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে বাবলু বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়। এর আগে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে বাবলু বিশ্বাসকে আটক করে সড়কপথে মেহেরপুরে নেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় বাবলু বিশ্বাসকে আটক করা হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বসুন্ধরা এলাকা থেকে আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে আটক করা হয়। পরে সড়ক পথে মেহেরপুর এনে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।