মেহেরপুর নিউজ:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরের দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের ভারচুয়ালী এ সম্মেলনের উদ্বোধন করেন।মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মিলন এমপি, পারভিন জাহান কল্পনা, গ্রোরিয়া সরকার ঝর্ণা এমপি বক্তব্য রাখেন ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর মান্নান,জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।
গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সকাল থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে সমবেত হন। প্রচন্ড গরম উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সম্মেলন অনুষ্ঠানে যোগদেন।