মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সহকরি সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা আইনজীবী সহকরি সমিতির সদস্য মরহুম আবু বকর মল্লিক ও অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী মোহরকে অবসরকালীন ভাতা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দুজন সদস্যকে ভাতা প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইজন সদস্যদের ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুস সাত্তার জাহিদ, সাধারণ সম্পাদক রাশেদ হাসান সহ সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।