বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিলের চেক প্রদান

By Meherpur News

April 07, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাডভোকেট কলিমুদ্দিনের পরিবারের মাঝে আইনজীবী কল্যাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে চেক প্রদান করা হয়।মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ উপস্থিত থেকে মরহুম অ্যাডভোকেট কলিমুদ্দিনের সহধর্মিনীর হাতে ৫ লক্ষ টাকা চেক তুলে দেন। এসময় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি সাইদুর রাজ্জাক, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।