নির্বাচন

মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

By মেহেরপুর নিউজ

January 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে নির্বাচন কমিশন ৯টি পদের সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনের ৯টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে কোষাধ্যক্ষ পদে আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বাকি ৯ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মারুফ আহমেদ বিজন, সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম, যুগ্ম সম্পাদক পদে এহান উদ্দিন মনা, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম সাহেব,লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিউল আযম বকুল খান বকুল এবং সদস্য পদে আরিফুজ্জামান, আয়েশা সিদ্দিকা, আ,ন,ম আল মামুন অনলকে বিজয়ী ঘোষনা করা হয়।নির্বাচন পরিচালনাকারী কমিটির আহবায়ক অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস বিজয়ীদের নাম ঘোষনা করেন।নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্য এডভোকেট শফিউদ্দিন এডভোকেট সুজন কুমার মন্ডল সেখানে উপস্থিত ছিলেন।