আগামী ২৪ জানুয়ারি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৬ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ।৭ জানুয়ারি আপত্তি দাখিল, ৮ জানুয়ারি শুনানি, ৯ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩ জানুয়ারি বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ১৫ জানুয়ারি প্রার্থিতা বাছাই, ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুজন কুমার মন্ডল, মোঃ শফিউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।