বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মৃত্যুকালীন চেক প্রদান

By মেহেরপুর নিউজ

December 18, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ বার কাউন্সিল বেনিভোলেন্ট ফান্ড থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের অ্যাডভোকেট রহমতুল্লাহ এবং গাংনী উপজেলার গাংনীর অ্যাডভোকেট রমজান আলীর পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে অ্যাডভোকেট রমজান আলীর পরিবারকে ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং অ্যাডভোকেট রহমতুল্লাহ পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা চেক প্রদান করা হয়।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে চেক তুলে দেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক সাদ্দাম সেখানে উপস্থিত ছিলেন।