মেহেরপুর নিউজ:
আগামী ২৫ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে জাতীয়তাবাদ আইনজীবী ফোরমের কামরুল হাসান-সাদ্দাম প্যানেলে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচনে সভাপতি পদে কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে এএসএম সাইদুর রাজ্জাক তাদের মনোনয়ন পত্র জমা দেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, আহসান মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আরিফুজ্জামান, কোষাধক্ষ্য এহান উদ্দিন মনা।গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সাহেব,
এছাড়াও নির্বাহী সদস্য মোখলেছুর রহমান খান স্বপন,শফিউল আজম খান বকুল, সেলিম রেজা গাজী, সাইদুর রহমান রিপন, সেলিম রেজা কল্লোল, খুরশিদা খাতুন এবং সেলিম রেজা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বিমল কুমার বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জামাদানের সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মারুফ আহমেদ বিজন,আনোয়ার হোসেন সহ প্যানেলের অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫ টি পদে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।