মেহেরপুর নিউজ:
কাসাবের অনবদ্য সেঞ্চুরি। তাসিম ও রাগিবের হাফ সেঞ্চুরি এবং সাইমুমের ৫ উইকেট প্রাপ্তির সুবাদে মেহেরপুর জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দল যশোরের পর বাগেরহাট কে হারিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার অনুর্ধ’১৪ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বিভাগীয় পর্যায়ের ২য় খেলায় মেহেরপুর জেলা একাদশ ১৯৮ রানের পাহাড় সমান ব্যবধানে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে।রবিবার অনুষ্ঠিত নিজেদের ২য় খেলায় টস জিতে বাগেরহাট জেলা একাদশ মেহেরপুর জেলা একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা একাদশ কাসাবের অনবদ্য সেঞ্চুরি।
তাসিম ও রাগিবের হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মেহেরপুর জেলা একাদশ ২৮০ রানের পাহাড় গড়ে তোলে। মেহেরপুরের পক্ষে কাসাব ১১১। তাসিম ৫৬ রাগিবের ৫৫ রান সংগ্রহ করেন। পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করার লক্ষে খেলতে নেমে বাগেরহাট জেলা একাদশ মেহেরপুরের সায়মুন ও নাভিদের এর বিধ্বংসী বোলিং মুখে বাগেরহাট জেলা দল ৩৪ ওভারে মাত্র ৮২ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের পক্ষে সায়মুম ৫টি এবং নাভিদ ৩ টি উইকেট দখল করে।