ক্রিকেট

মেহেরপুর জেলা অনুর্ধ’১৬ ক্রিকেট দলের ২য় জয়

By মেহেরপুর নিউজ

January 17, 2023

মেহেরপুর নিউজ:

বাগেরহাটের পর খুলনা জেলাকেও পরাজিত করেছে মেহেরপুর জেলা অনুর্ধ’১৬ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে ইয়ং টাইগার অনুর্ধ’১৬ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের মেহেরপুর জেলা একাদশ তাদের ২য় খেলায় জয়লাভ করেছে।

মঙ্গলবার সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর জেলা একাদশ সোহানুরের অলরাউন্ডার পারফরমেন্সের উপর ভিত্তি করে ৮২ রানের বড় ব্যবধানে খুলনা জেলা একাদশকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা একাদশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। দলের পক্ষে সোহানুর ৪৩,হাসিবুল ৩৫ রান করে। জবাবে খেলতে নেমে খুলনা জেলা একাদশ মেহেরপুরের সোহানুর ও সাব্বির বোলিং তোপের মুখে খুলনা জেলা দল ৩৩.৫ ওভারে ১০৪ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের পক্ষে সোহানুর ৪টি সাব্বির ২টি উইকেট লাভ করেন। মেহেরপুর জেলা অনুর্ধ’১৬ ক্রিকেট দল আগামী ২০ জানুয়ারী ফিরতি খেলায় বাগেরহাটের মুখোমুখি হবে।