মেহেরপুর নিউজ, ২৯ সেপ্টেম্বর: মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের উদ্যোগে জেলায় স্থলবন্দর স্থাপনের দাবিতে মৌন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এমএএস ইমনের নেতৃত্বে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র এমএএস ইমন, জেলা ¯ে^চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শোয়েব রহমান, স্বপন মল্লিক বাবু। এসময় আওয়ামীলীগ নেতা ফরিদ আহামেদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুবলীগ নেতা রাহিনুজ্জামান পোলেন, ছাত্রলীগ নেতা জাকিরুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। পথসভায় স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র এমএএস ইমন বলেন, জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও জেলাকে বাণিজ্যিক জেলা হিসেবে গড়ে তুলতে স্থলবন্দরের কোন বিকল্প নাই। তাই তিনি জেলায় স্থবন্দর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ম মৈধ্যম আইয়ের দেশে পরিনত হয়েছে। মেহেরপুর দেশের দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। জেলায় স্থলবন্দর বাস্তবায়ন করতে পারলে জেলার বেকার যুবকদের যেমন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে তেমনি দেশেকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করতে এ জেলা ভ’মিকা রাখবে। তাই তিনি এ জেলায় স্থলবন্দরের দাবি জানান।