মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত ২ জনই সদর উপজেলার । এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন বর্তমানে ৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাত থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার রাতে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, মেহেরপুরে নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২ জনই সদর উপজেলার বাসিন্দা।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর উপজেলায় ৩ জন ও গাংনী উপজেলায় ২ জনসহ বর্তমানে সর্বমোট ৫ জন করোনা রোগী রয়েছে।
এ পর্যন্ত জেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে ৬৭৮ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন করে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।