এক ঝলক

মেহেরপুর জেলায় করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৪৭ জন

By মেহেরপুর নিউজ

June 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে গত বছর জুন-জুলাই মাসে করোনার সংক্রমণের প্রথম ঢেউ ছিল বেশ তীব্র। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। মেহেরপুরে প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই মেহেরপুরে দৈনিক রোগী শনাক্ত বেশি হচ্ছে।

২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের; যা মেহেরপুর জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এই সময়ে করোনায় মারা গেছেন ২ জন।

গত বছরের মার্চে সংক্রমণ শুরুর পর থেকে মেহেরপুরে এতটা খারাপ পরিস্থিতি দেখা যায়নি। স্বাস্থ্য বিভাগ বলছে-  লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই মেহেরপুরে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

বুধবার রাতে সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ৯১  জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৪৭  জনের মধ্যে   সদর উপজেলার ২৯ জন, গাংনী উপজেলার ১১ জন ও  মুজিবনগর উপজেলায় ৭ জন।

তিনি আরও জানান,  জেলায় বর্তমানে জেলায় আক্রান্ত ৩৫৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৪২ জন, গাংনী উপজেলায় ১৩৫ জন ও মুজিবনগর উপজেলায় ৭৮ জন আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, গাংনী উপজেলায় ১৫ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন।