মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪জন করোনা আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার ১০ টায় করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১শ’১২জন। নতুন আক্রান্তরা হলেন, মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার সুজন,স্টেডিয়ামপাড়ার তৌহিদুল ইসলাম,গাংনী বিআরডিবি অফিসের মাঠকর্মী আশরাফুল আলম ও মুজিবনগরে সোনাপুর গ্রামের আঞ্জুয়ারা খাতুন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ২০টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে এর মধ্যে ৪জন করোনা পজেটিভ।
তিনি জানান,আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। এছাড়া আক্রান্তরা নিজনিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা গ্রহন করবেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান, নতুন করোনা আক্রান্ত ব্যক্তি সহ পূর্বের আক্রান্তদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। করোনায় আতংকি না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।