মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে রাজস্ব সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মহিদুর রহমান প্রমুখ।
রাজস্ব সম্মেলনে সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সকলকে নিষ্টার সাথে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।