এক ঝলক

মেহেরপুর জেলার মুজিবনগরে আরো ১ জন করোনা রোগী সনাক্ত

By মেহেরপুর নিউজ

May 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুরে আরো  ১’জন করেনা রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন। করেনা আক্রান্ত ব্যক্তি হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভল্লভপুর গ্রামের।

মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান,  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নতুন  ২২ টি রিপোর্টে ১ টি পজিটিভ পাওয়া যায় এবং বাকি গুলি নেগিটিভ। আক্রান্ত রোগীর  বাড়ি মুজিবনগর উপজেলার বল্লভপুরে।  কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হলে সেখান থেকে আজ শুক্রবার করেনা রোগে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য : এ নিয়ে মেহেরপুরে জেলায় মোট ৪৬৫ টি করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্টে ৭ টি পজেটিভ, ৪৫৮ নেগিটিভ এবং এর মধ্যে মুজিবনগর উপজেলার ভরপাড়া গ্রামের ইদ্রীস আলী শাহ মৃত্য বরণ করেছেন।