মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার ৩০৮ টি প্রাথমিক বিদ্যালয় একযোগে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শুরু হয়েছে।
রবিবার সকাল ৯টার এক যোগে ভোটদান পর্ব শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত ভোটদান পর্ব চলবে। মেহেরপুর জেলা দুটি পৌরসভা ৩টি উপজেলার ৩০৮ প্রাথমিক বিদ্যালয় মোট ২৭ হাজার ৪৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
প্রতিটি বিদ্যালয়ের জন্য ৭জন করে সদস্যসহ মোট ২ হাজার ১৫৬ জন সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে ৩ হাজার ৪৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন মেহেরপুর জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে ভোট চলাকালীন মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে ভোটাররা তাদের ভোট প্রয়োগের লক্ষ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। শিশুদের এই নির্বাচনে শিশুরায় নির্বাচন কমিশনার, শিশুরা্য়ই প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য শিশুরাই সেজে আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনের দায়িত্ব পালন করছেন।