মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলায় সর্বনিম্ন ফিতরা ধার্য করা হয়েছে ৭৫ টাকা এবং সর্বোচ্চ ফিতরা ধার্য করা হয়েছে ২ হাজার ৩১০ টাকা।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আলোচনা সভা শেষে ফিতরা নির্ধারণ করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামানের সভাপতিত্বে হোটেল বাজার জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন,গাংনী উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি মাওলানা সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মেহেরপুর জেলায় সর্বনিম্ন ফিতরা ধার্য করা হয়েছে ৭৫ টাকা (ময়দা) এবং সর্বোচ্চ ফিতরা ধার্য করা হয়েছে ২ হাজার ৩১০ টাকা (পনির) হিসেবে নির্ধারণ করা হয়। এ ছাড়াও (জব)৩০০ টাকা, (কিসমিস) ১হাজার ১৫৫ টাকা, (খেজুর) ১হাজার ৯৮০ টাকা হিসাবে ধার্য করা হয়।