বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলায় প্রাণ গ্রুপের সকল পণ্য বন্ধ ঘোষনা

By Meherpur News

April 23, 2025

মেহেরপুর নিউজ:

প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টিএসএম আনিসুর রহমান মেহেরপুরের মেসার্স আরএন ট্রেডার্স এর ছাড়পত্র ব্যতীত ডিলার নিয়োগ দেওয়ায় মেহেরপুর জেলা পরিবেশক সমিতি ২৪ এপ্রিল থেকে মেহেরপুর জেলায় প্রাণ গ্রুপের সকল পরিবেশক ডিও, ডেলিভারি ও কোম্পানির মাল আনলোডিং বন্ধ ঘোষণা করেছেন।

বুধবার মেহেরপুর জেলা পরিবেশক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ হাসেম আলীর সভাপতিত্বে মেহেরপুর শহরের হোটেল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, সহ-সভাপতি আকবর বিশ্বাস, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, পলাশ, আখতারুজ্জামান সুমন, হাবিব, পলাশ, রাকিব হোসেন, সুজন, আব্দুল আজিজ, মুকুল হোসেন, শাজাহান, রাজন, সজীব, লাভলু, আতিকুল ইসলাম, রণবী, জীবন, ফারুক খান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, গত ২২ এপ্রিল প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টিএসএম আনিসুর রহমানের সাথে মেহেরপুরের মেসার্স আরএন ট্রেডার্স এর ছাড়পত্র ব্যতীত ডিলার নিয়োগ দেওয়ায় বিষয়ে আলোচনা চলাকালে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ বিষয়টি সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল ২৪ এপ্রিল থেকে প্রাণ গ্রুপের সকল পরিবেশকের ডিও, ডেলিভারি ও কোম্পানির মাল আনলোডিং বন্ধ ঘোষণা করেন।