মেহেরপুর নিউজ:
করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রবিবার সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যে মেহেরপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য ব্যানার ফেস্টুন তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রধান ফটকে টাঙিয়ে রেখেছে। মেহেরপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ মাদ্রাসার সহ সাড়ে ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় আবারো মুখরিত হবে মেহেরপুরের শিক্ষাঙ্গন।
খোঁজ খবর নিয়ে জানা গেছে মেহেরপুর জেলায় ৩০৮ টি প্রাথমিক বিদ্যালয় ১২১ কি মাধ্যমিক বিদ্যালয়, ২৪ টি মাদ্রাসা এবং ১২টি কলেজ রয়েছে । এ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিদ্যালয়ের আঙ্গিনা গুলোতে ঝড়ঝাপটা সহ বিদ্যালয়ের ভিতরেও নোংরা পরিবেশ তৈরি হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকারী সিদ্ধান্ত গ্রহণ করার পর পরই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ পাঠদানের পরিবেশ গড়ে তোলে। এখন কেবল অপেক্ষার পালা শিক্ষার্থীদের বরণ করে নেওয়া।