মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী। মেহেরপুর নিউজের প্রধান বার্তা সম্পাদক মিজানুর রহমান এর সাথে একান্ত সাক্ষাতকারে একথা বলেন সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী। এসময় তিনি জেলাকে মাদকমুক্ত করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতাও কামনা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে আমানুল্লাহ আল বারী সদ্য যোগদান করেছেন। আমানুল্লাহ আল বারীকে বরিশাল কোতোয়ালি থানা থেকে মেহেরপুরে বদলি করা হয়। খুলনা শহরের বাসিন্দা আমানুল্লাহ আল বারী ১৯৯৭ সালে খুলনা জেলা স্কুল থেকে এসএসসি, ১৯৯৯ সালে খুলনা সিটি কলেজ থেকে এইচএসসি,২০০২ সালে আজম খান কমার্স কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করার পর ২০০৭ সালে সাব ইন্সপেক্টর হিসাবে বাগেরহাট জেলায় পুলিশের কর্মজীবন শুরু করেন। সাব ইন্সপেক্টর হিসাবে আমানুল্লাহ আল বারী যশোর, ঢাকার শ্যামপুর,সুত্রাপুর যাত্রাবাড়ী, ডেমরা থানায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করার পর নড়াইল সদর, লোহাগড়া থানা, কালিয়া থানা, বরিশাল বিমানবন্দর থানা সর্বশেষ বরিশাল কোতোয়ালি থানায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ১ মেয়ে সন্তানের জনক।