মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলাকে নতুন শ্রেণি বিভাগ বা ক্যাটাগরি হালনাগাদ করেছে সরকার। মেহেরপুর জেলাকে সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার অধিকার শাখার উপসচিব স্বাক্ষরিত এক পত্র মারফত বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেরিত পত্রটি নিম্নরূপ। জানুয়ারি-২০২২ এর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের নিম্নোক্ত প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী সমীপে উপস্থাপন করা হয়। স্বাধীনতা স্মৃতিবিজড়িত মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলা সি ক্যাটাগরির একটি জেলা। জেলাটি সি ক্যাটাগরির হওয়া পর্যাপ্ত জনবল ও বরাদ্দের অভাবে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জাতির পিতার নামাঙ্কিত মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানতে প্রায় প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের পর্যটক ভ্রমণ করে থাকেন।
এমতাবস্থায়, মেহেরপুর জেলার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা পূর্বক জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মেহেরপুর জেলাকে সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরির জেলাতে উন্নত করা যেতে পারে। মেহেরপুর জেলাকে সি ক্যাটাগরি জেলাতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নিকার অধিশাখা কে সদাই নির্দেশনা প্রদান করা যেতে পারে। এ প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী সভায় অনুমোদন করেছেন। উল্লেখ্য ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর মহকুমা থেকে জেলা হিসেবে যাত্রা শুরু করে। সি ক্যাটাগরির জেলা হিসেবে যাত্রা শুরু করার ৩৮ বছর পর মেহেরপুর কে “বি” ক্যাটাগরিতে উন্নীত করা হলো।