বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 07, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীও দুস্থ স্বজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুস্থ রোগী ও তার স্বজনদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ ৭৫ টি,মেহেরপুর শহরের গোরস্থান পাড়াৃ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় ৩০ টি, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও লিল্লা বোডিং এর ২০০ টি, পৌর কলেজপাড়া কওমি মাদ্রাসায় ৩০ টি,ঘাটপাড়া মাদ্রাসায় ৭৫ কম্বল প্রদান করা হয়।