খেলাধুলা

মেহেরপুর জিনিয়াস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু

By মেহেরপুর নিউজ

January 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে প্রতিযোগিতার মূলপর্বের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লালমিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশিকুজ্জামান সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন । এসময় অন্যদের মধ্যে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক আল-আমিন ইসলাম বকুল, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।