মেহেরপুর নিউজ:
বরাবরের মতো এবারও ইংরেজি বছরের প্রথমদিনে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্তরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২২-এর উদ্বোধন করেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন।
শনিবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
এ সময় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল সহ শিক্ষক ও অভিভাবকদের সেখানে উপস্থিত ছিলেন। অন্য বছরের ন্যায় এ বছরেও বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান। বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর নতুন বই হাতে নতুন ক্লাসে শিক্ষার্থীদের অভিষেক ঘটবে-এটাই প্রত্যাশিত শিক্ষক, অভিভাবকদের।