মেহেরপুর নিউজ:
প্রায় দেড় বছর পর মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় আজ রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সারা দেশের মতো মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রবিবার ১০ টার দিকে সকলে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে দেখা যায়, উৎসব মুখর পরিবেশে প্রথম ব্যাচে এসএসসি শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে। কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের নেতৃত্বে কলেজের শিক্ষকরা এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তাদেরকে শিক্ষকরা ফুল দিয়ে বরণ করে নেয়। তার আগে স্কুল ও কলেজের প্রবেশ পথ গেইটে
শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে তারা। তাদের পরনে সেই চিরচেনা স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ। তবে সহপাঠীদের সঙ্গে নেই আগের মতো হইহুল্লোড়। শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী ছাত্র ছাত্রীরা দূরত্ব বজায় রেখে তারা ক্লাশে প্রবেশ করছে।