মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সবুজ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পরিচালক আল-আমিন ইসলাম বকুল, অধ্যক্ষ রিতা পারভিন, উপাধাক্ষ শামসুর রহমান টুটুল,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীন খান, বাইজিদ হোসেনসহ জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক, বিপুল পরিমাণ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।