মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রধান অতিথি জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিন, পরিচালক আল আমিন ইসলাম বকুল, উপাধাক্ষ শামসুর রহমান টুটুলসহ জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক বিপুল পরিমাণ অভিভাবক ও শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।