এক ঝলক

মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনের বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে

By Enayet Akram

December 07, 2019

মেহেরপুর নিউজ, ০৭ ডিসেম্বর:

অবশেষে শনিবার সকাল ১০টা ২১ মিনিটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনের বোমাটির বিস্ফোরন ঘটানো হয়। ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম ইউনিনেটর ইন্সপেক্টর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বোমা বিশেষজ্ঞ  দলের সদস্যেরা  এই বিস্ফোরণ ঘটান।  এখন চলছে আলামত সংগ্রহের কাজ।

মেহেরপুর নিউজের নিউজ এডিটর মিজানুর রহমান জানান, বোমাটি বেশ শক্তিশালী ছিল। এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে পুলিশ বলছে, এটি বোমা ছিলো না। বালু ভরা একটি বস্তু ছিল। আতংক সৃস্টির জন্যই এটি কে  বা করে থাকতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার  দুপুর বারোটার দিকে অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচিরের সাথে একটি ব্যাগে বোমা সাদৃশ্য বস্ত দেখতে পেয়ে পুুলিশ কে খবর দিলে পুলিশের একাধীক দল ঘটনাস্থলে যায়। পরে ব্যাগের ভিতরে একটি ইলেকট্রিক ডিভাইজ যুক্ত বোমা দেখতে পায়। পাশে একটি হাতে লেখা চিরকুট পায় পুলিশ।