মেহেরপুর নিউজ:
চাঁদাবাজির মামলায় আটক মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুলের জামিনে মুক্তি। রবিবার দুপুরের দিকে আমলী আদালত থেকে তিনি জামিল লাভ করেন। রবিবার দুপুরের দিকে আরিফুলের এনাম বকুলের পক্ষে জামিনের আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত শুক্রবার দুপুরের দিকে মুজিবনগর কমপ্লেক্স এলাকা থেকে আরিফুল এনাম বকুলকে আটক করা হয়। আরিফুল এনাম বকুল মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নিজাবত মিয়ার ছেলে। এবং মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক। মুজিবনগর থানার মামলা নং-০১,তারিখ-০৬ সেপ্টেম্বর, ২০২৪ ধারা -১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৪১/ ৩৮৫/ ৩৮৬/ ৩৮৭/ ৫০৬/ ১১৪/৩৪ পেনাল কোড এর আসামী হিসাবে আরিফুল এনাম বকুলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।