মেহেরপুর নিউজ,১৪ মার্চ: মেহেরপুর চাঁদবিল সড়কে পাট বোঝাই ট্রাক উল্টে ট্রাক চালক আলমগীর হোসেন (৩৫) আহত হয়েছে। জানা যায়, শনিবার দুপুর ২ টার দিকে গোকুলখালী থেকে পাট বোঝাই ট্রাক (যশোর ট- ১১০০৪৪) মেহেরপুর হয়ে গাইবান্ধা যাওয়া পথে চাঁদবিল মাঠের কাছে পৌছালে অপরদিক থেকে আসা একটি আলগামনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী খাদে পড়ে যায় । এতে ট্রাক চালক আলমগীর আহত হয়। পথচারীরা আহত অবস্থায় ট্রাকের মধ্যে থেকে ড্রাইভার কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।