মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ ফেব্রুয়ারি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর গরুর হাটে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওজনে কম দেয়ার অভিযোগে ৭ মাছ ও মাংস ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমীনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম গরুর হাটে অভিযান চালায়। এ সময় ওজনে কম দেয়ার অভিযোগে মাছ ব্যবসায়ী সুশীলের ছেলে মৃত্যুঞ্জয়ের ৩ হাজার টাকা, জিন্নাতের ছেলে বকুলের ৩,শ টাকা, খেদের আলীর ছেলে সেলিমেরি নকট ৩’শ টাকা, রমজান আলীর ছেলে ইয়াসিনের ৫’শ টাকা,বাদল চন্দ্রের ছেলে প্রদীপের ১ হাজার টাকা, আব্দুল খালেকের ছেলে আলমগীরে ৫ ‘শ টাকা, ফজল আলীর ছেলে আক্কাস আলীর ছেলে নিকট থেকে ২’শ টাকা জরিমানা আদায় করা হয়্ একই সাথে ওই ব্যবসায়ীদের দাড়িপাল্লা ও বাটখারা জব্দ করা হয়।