মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মার্চ:
কৃষকের মাঠে যাওয়ার পথের দাবিতে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের কৃষকরা পদযাত্রা করে মেহেরপুর পৌরসভায় অবস্থান কর্মসূচী শুরু করে। পরবর্তীতে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু’র আশ্বাসের প্রেক্ষিতে তারা বাড়ি ফিরে যান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ২ শতাধিক কৃষক পদযাত্রা সহকারে মেহেরপুর পৌর মেয়রের কাছে এ দাবি জানান।
জানা গেছে, মেহেরপুর শহরের উপকেন্ঠে খড়ের মাঠ এলাকার দক্ষিণ পাশে বিস্তীর্ন আবাদি জমি থাকলেও ওই জমিতে যাতায়াতের কোনো রাস্তা নেই। এতোদিন খড়ের মাঠ থাকায় কৃষকরা খড়ের মাঠের উপর দিয়ে তাদের জমি থেকে আবাদি ফসল আনা নেয়ার ব্যাবস্থা করে আসছিল। এদিকে খড়ের মাঠের জমিতে যুব প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শুরু করায় কৃষকরা সেই সুবিধা বঞ্চিত হওয়ার আশংকা করছে।
এদিকে কৃষকরা নির্মানাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ও পিছন দিয়ে রাস্তা তৈরির দাবি জানালেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। ফলে কৃষকরা বৃহস্পতিবার সকালে কৃষক জাহাতাব আলী, আলী হোসেন, আমজাদ হোসেন, শাহাদত আলী, দুলাল হোসেনসহ ২’শতাধিক কৃষক সমবেত হয়ে গোপালপুর থেকে পদযাত্রা সহকারে মেহেরপুর পৌরসভায় অবস্থান নেয়। এ সময় পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু কৃষকদের আশ্বস্ত করে বলেন, রাস্তা অবশ্যই হবে। প্রয়োজনে জমি ক্রয় করে রাস্তা তৈরির ব্যবস্থা করা হবে। এ সময় কৃষকরা পৌর মেয়রকে ধন্যাবাদ জানিয়ে গ্রামে ফিরে যান।