মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর:
মেহেরপুর খড়ের মাঠে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধলক্ষাধীক টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে।আজ মঙ্গলবার বিকালের দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে,মেহেরপুর শহরের উপকন্ঠে মেহেরপুর বিসিক শিল্পনগরীর পিছনে কাকলীমারি খড়ের মাঠে অবস্থিত পল্লি বিদ্যুতের বৈদ্যুতিক খুটিতে একটি বড় আকারের বাজ পাখি বসার সাথে সাথে পাখিটির গায়ে আগুন লেগে যায়। এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় বাজপাখিটি খড়ের উপর পড়লে খড়ের মাঠে আগুন ধরে যায়। আগুনে প্রায় অর্ধলক্ষাধীক টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।