অন্যান্য

মেহেরপুর খান ফাউন্ডেশনের সামাজিক সুরক্ষা কর্মসূচী বিষয়ে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

May 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ মে: মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা-ন্রাীর রাজনৈতি ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে “ উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবার মান এবং সামাজিক সুরক্ষা কর্মসূচী বিষয়ে জনগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে উপজেলা ফোরামের সভাপতি ও ইউপি সদস্য দিলরুবা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মাবুদ নান্নু। বক্তব্য রাখেন খান ফাউন্ডশনের রেহেনা খাতুন, মীর দানিয়েল হোসেন, সদস্য পারুলা খাতুন, রোজিনা খাতুন, আরিফা থাতুন, ফাইমা খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় সুরক্ষা কর্মসূচীতে সহায়তা প্রদানের ক্ষেত্রে ও নিয়মাবলী/শর্তাবলী, সামাজিক সুরক্ষা সেবার কর্মসূচীর মান উন্নয়নে জনগণের মতামত ও সুপারিশসমুহ, উপজেলা পর্যায়ে অন্যান্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক সেবার ধরণ ও  সেবাপ্রদানের নিয়মাবলী, সেবা প্রদানের ক্ষেত্রে সমস্যাসমুহ এবং সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন ইত্যাদী বিষয়ে আলোচনা করা হয়।