মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর:
মেহেরপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আহবায়ক আনারুল ইসলাম এরিষ্টোফার্মা লি: এর মেহেরপুরের এমআইও’র করা মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এ ঘটনায় মেহেরপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মেহেরপুরে সকল ঔষধ দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছে। এ ঘটনায় শকড পেয়ে আনারুল ইসলাম হৃদরোগে আকান্ত হয়ে পরলে দ্রুত তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় পুলিশ।
আজ রোববার সকাল ১১ টার দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বৈজন্ত্য বিশ্বাসের আদালতে আনারুল ইসলাম হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়,এরিষ্টো ফার্মা লি: এর মেহেরপুরের এমআইও শরিফুল ইসলাম গত ২০/০৯/১৩ তারিখে বাদি হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতাল গেটের মিয়া ফার্মেসীর মালিক আনারুল ইসলামকে ১ নং এবং তার দোকানের কর্মচারী কাফিকে ২ নং আসামী করে পেনাল কোডের ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯ ধারায় তার উপর হামলা করে তার কাছে থাকা ১লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়াসহ তাক মেরে জখম করার দায়ে একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিথ্যা মামলার প্রতিবাদে এবং আনারুলকে জামিন না দেয়া পর্যন্ত মেহেরপুর শহরের সকল ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দেয় মেহেরপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দরা।