মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ফেব্রুয়ারি:
মেহেরপুর -কুষ্টিয়া সড়কের ওয়াপদা মোড়ে কাঠের গুড়ি ফেল সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় ব্যবসায়ীরা। আজ রোববার বিকাল সাড়ে ৩ টার সময় থেকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রেখেছে। হোটেলে জিলাপী খেয়ে বিল পরিশোধ না করে উল্টো মালিক লাঞ্চিত করার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।পরে পুলিশ এসে অবিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে তারা সড়ক অবেরাধ তুলে নেয়।
হোটেল মালক কাউসার আলী মেহেরপুর নিউজকে জানান, আজ রোববার দুপুর ৩ টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় তার হোটেলে দিঘীরপাড়ার ইয়াসিন আলীর ছেলে শিশিরসহ ৪/৫ জন যুবক জিলাপি খেতে আসে। জিলাপি খাওয়া শেষ হলে তাদের কাছে টাকা চাইলে টাকা পরিশোধ না করে উল্টো হোটেল মালিকসহ তার কর্মচারীদের ধাক্কাধাক্কি সহ গালিগালাজ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই এলাকার ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিকাল সাড়ে ৩ টার সময় থেকে ওয়াপদা মোড়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। অবরোধের ফলে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে আছে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানপুলিশের এস আই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।