মেহেরপুর নিউজ, ১৯ আগষ্ট:
এক ইজিবাইক থেকে যাত্রীদের নামিয়ে দেয়া ও চালককে মারধরের প্রতিবাদে মেহেরপুর কাথুলী সড়কে সড়ক অবরোধ করে রাখে । এর কিছুক্ষ পরে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সমনে অবস্থান নেয়। পরে পুলিশ সুপারের সাথে ইজিবাইক মালিক ও চালক সমিতির সাথে মতবিনিময় শেষে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তারা।
পুলিশ সুপারের হলরুমে এ সংক্রান্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর থানার ওসি আহসান হাবিব, ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম, সম্পাদক আল মামুনসহ সমিতির নেতৃবনৃদরা। পরে সন্ধ্যায় আবারো আলোচনায় বসে সিদ্ধান্ত নেয়া হবে জানা গেছে।
বুধবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর কাথুলী সড়কে গোভীপুর গ্রামের মেগা নামের এক জনের ইজিবাইক তেকে যাত্রী নামিয়ে দেয় বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর সদস্যরা। পরে তার প্রতিবাদ করলে তারা ইজিবাইক চালক মেগাকে মারধর করে ।