মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক সবার প্রিয় আব্দুল হান্নান স্যারের লাশ আজ মঙ্গলবার ভোরে মেহেরপুর পৌছিয়েছে।
মরহুম আব্দুল হান্নান স্যারের পারিবারিক সূত্রে জানানো হয়েছে,সোমবার রাতে তার লাশ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে মেহেরপুরে ফিরবে। বাংলাদেশের মাটি ছোঁয়ার পর পরই তার লাশ মেহেরপুরের উদ্দেশ্যে নেয়া হবে। মঙ্গলবার ভোরে তার লাশ মরহুমের গ্রামের বাড়ি মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে পৌঁছাবে। দারিয়াপুর ফুটবল মাঠে সকাল ১০ টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় আমেরিকার নিউওয়ার্ক শহরে মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক সবার প্রিয় আব্দুল হান্নান স্যার তার মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।