মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আব্দুল হান্নান স্যারের লাশ আগামী মঙ্গলবার দেশে ফিরবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষে আগামী মঙ্গলবার তার লাশ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে মেহেরপুরে ফিরবে। ওই দিনই তার লাশ দাফনের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় আমেরিকার নিউওয়ার্ক শহরে মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আব্দুল হান্নান স্যার তার মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।