মেহেরপুর নিউজ:
মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং পিঠা মেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক কালু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সোহরাওয়ার্দী জুয়েল।শাপলা খাতুন ও মফিজুর রহমানের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সংগীত, নিত্য, আবৃত্তি, কবিতা পাঠ করেন।