মেহেরপুর নিউজ:
মেহেরপুর এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াটার এইড‘র সহযোগিতায় ডেঙ্গু রোগ পরীক্ষার কিটস বিতরণ করা হয়। বুধবার দুপুরের দিকে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এই কিটস বিতরণ করা হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন গ্রহণ করেন। মেহেরপুর জেলার ৩টি উপজেলার জন্য ৫০০ টি কিটস এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়। এতে করে ৫০০ ডেঙ্গু রোগীর পরীক্ষা করা যাবে। এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান ডা. শামীম আরা নাসরিন এর হাতে এ সমস্ত কিটস তুলে দেন।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল আহমেদ, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, এসকেএস এর সহকারী প্রকল্প সমন্বয়কারী এনামুল হক, শারমিন বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।