বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এম জি এইস এস ক্রিকেট টুর্নামেন্টে ২০১৩ এসএসসি ব্যাচ ফাইনালে

By Meherpur News

April 03, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর এম জি এইস এস ক্রিকেট টুর্নামেন্টে ২০১৩ এসএসসি ব্যাচ ১ম দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ১ম সেমিফাইনাল খেলায় ২০১৩ এসএসসি ব্যাচ ৪ উইকেটে ২০০ ৯ ব্যাচকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৯ ব্যচ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিটু ৩০ করে রান করেন।

২০১৪ ব্যাচের শাওন একটি উইকেট লাভ করেন। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০১৩ ব্যাচ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বরকত ০ রানের প্যাভিলিয়নে ফিরে আসে।জয়ের জন্য শেষ ৮ বলে ২০১৩’র ১৬ রান প্রয়োজন ছিল। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রানের। রাতুলের করা পঞ্চম বলে ১ রান আসে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ২ রানের। শেষ পর্যন্ত শেষ বলে ২ রান নিয়ে ২০১৩ দল ১ম দল হিসাবে ফাইনালে জায়গা করে নেয়।