মেহেরপুর নিউজঃ
মেহেরপুর এম জি এইস এস ক্রিকেট টুর্নামেন্টে ২০১৩ এসএসসি ব্যাচ ১ম দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ১ম সেমিফাইনাল খেলায় ২০১৩ এসএসসি ব্যাচ ৪ উইকেটে ২০০ ৯ ব্যাচকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৯ ব্যচ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিটু ৩০ করে রান করেন।
২০১৪ ব্যাচের শাওন একটি উইকেট লাভ করেন। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০১৩ ব্যাচ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বরকত ০ রানের প্যাভিলিয়নে ফিরে আসে।জয়ের জন্য শেষ ৮ বলে ২০১৩’র ১৬ রান প্রয়োজন ছিল। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রানের। রাতুলের করা পঞ্চম বলে ১ রান আসে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ২ রানের। শেষ পর্যন্ত শেষ বলে ২ রান নিয়ে ২০১৩ দল ১ম দল হিসাবে ফাইনালে জায়গা করে নেয়।