মেহেরপুর নিউজঃ
মেহেরপুর এম জি এইস এস ক্রিকেট টুর্নামেন্টে ২০০২ এসএসসি ব্যাচ সেমিফাইনালে উঠেছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ২০০২ এসএসসি ব্যাচ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েসের অনবদ্য অর্থ শতকের উপর ভর করে ৮ উইকেটে ২০০৪ ব্যাচকে পরাজিত করে।
সকালে অনুষ্ঠিত ব্যাচ প্রথমে ব্যাট করতে ২০০৪ ব্যাচ প্রকাশের অর্ধশতকের উপর ভর করে ৮ ওভারে ২ উইকেট হারিরে ১১৫ রান সংগ্রহ করে। প্রকাশ দলের পক্ষে ৫৩ এবং রাসেল ৩৩ রান করে। জবাবে খেলতে নেমে ২০০২ ব্যাচ ইমরুল কায়েসের অর্ধশতকের উপর ভর করে ৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইমরুল কায়েস দলের পক্ষে ৬৩ রান করেন।