বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টে ২০০৯ এসএসসি ব্যাচ সেমিফাইনালে

By Meherpur News

April 03, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর এম জি এইস এস ক্রিকেট টুর্নামেন্টে ২০০৯ এসএসসি ব্যাচ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর খেলায় ২০০৯ এসএসসি ব্যাচ ৩ রানে ২০১৪ ব্যাচকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৯ ব্যচ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অমি ও কিরণ উভয়ে ১৪ করে রান করেন।

২০১৪ ব্যাচের শিবলী দুটি ও সেতু, নাহিয়ান এবং কামরুল প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০১৪ ব্যাচ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান করতে সমর্থ হয়।জয়ের জন্য শেষ ৯ বলে ২০১৪’র ৩৬ রান প্রয়োজন ছিল। এক পর্যায়ে খেলা শেষের দিকে এসে জয়েরদ্বার প্রান্তে পৌঁছে যাই। শেষ তিন বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের। আরিফের করা পঞ্চম বলটি ডিপ মিড উইকেট এর উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে জয়ের আশা জাগিয়ে তোলে। শেষ বলে প্রয়োজন পরে ৭ রানের। শেষ পর্যন্ত শেষ বলে লং অন দিয়ে বাউন্ডারি মারলে তিন রানে পরাজিত হয়ে মাঠ ত্যাগ করেন। একই সাথে ২০০৯ এর খেলোয়াড়রা সেমিফাইনালে ওঠার আনন্দে মাঠ ত্যাগ করেন। ২০১৪ দলের পক্ষে নাহিয়ান সর্বোচ্চ ১৭ রান করেন। বিজয়ী দলের শিশির এবং লিটু দুটি করে উইকেট লাভ করেন।