বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টে ২০০১ ও ২০১৩ ব্যাচ জয়ী

By Meherpur News

April 02, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টে ২০০১ এসএসসি ব্যাচ এবং ২০১৩ এসএসসি ব্যাচ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ২০০১ এসএসসি ব্যাচ ৯ উইকেটে ১৯৯৮ ব্যাচকে এবং ২০১৩ ব্যাচ ৬ উইকেটে ২০১৬ ব্যাচকে পরাজিত করে। সকালে অনুষ্ঠিত প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৩ উইকেট হারিরে ৭৫ রান সংগ্রহ করে। লিটিল দলের পক্ষে ২০ রান করে।

জবাবে খেলতে নেমে ২০০১ ব্যাচ ৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শাওন দলের পক্ষে ৪১ করেন। সকালে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২০১৬ ব্যচ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তনময় ২৫ রান করেন। জবাবে খেলতে নেমে ২০১৩ ব্যাচ ৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে যায় লক্ষ্যে পৌঁছে যায়। সম্রাট দলের পক্ষে ২১ রান করেন।